প্রিন্সিপালের বানী

বিসমিল্লাহির রহমানির রাহিম
সম্মানিত অভিভাবক, শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীগণ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আলহামদুলিল্লাহ, মহান রবের অশেষ কৃপায় দারুল আরক্বাম নূরানী একাডেমি একটি আদর্শ দ্বীনি ও জ্ঞানভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অগ্রসরমান। এ প্রতিষ্ঠানের লক্ষ্য হলো—শিশুদের কুরআন ও সহীহ হাদীসভিত্তিক ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানচর্চার সুযোগ করে দেয়া, যেন তারা দীনি ও দুনিয়ার উভয় জ্ঞান অর্জন করে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

আমরা বিশ্বাস করি, ছোটবেলায় নৈতিকতা ও মূল্যবোধ শেখানো হলে তা একজন মানুষের সমগ্র জীবনে প্রভাব ফেলে। তাই আমরা কোমলমতি শিক্ষার্থীদের কুরআন মাজীদ, আরবী, আক্বীদাহ, আদব, এবং সালাতসহ ইসলামী মৌলিক শিক্ষায় পারদর্শী করার পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের দিক থেকেও দক্ষ করে গড়ে তুলছি।

আমাদের শিক্ষকবৃন্দ শুধুমাত্র পাঠদানেই সীমাবদ্ধ নন, তারা ভালোবাসা ও স্নেহের মাধ্যমে শিশুদের অন্তরে ইসলামের আলো জ্বালাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

পরিশেষে, আমি অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো, আপনারা সন্তানদের দ্বীনি শিক্ষায় আগ্রহী করে তুলুন, তাদেরকে নিয়মিত মাদরাসায় পাঠান এবং তাদের আদব-আখলাক গঠনে সহযোগিতা করুন। আসুন, আমরা সকলে মিলে একটি সুস্থ, সুন্দর, নৈতিক ও আলোকিত প্রজন্ম গড়ে তুলি।

আল্লাহ্‌ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং সকলকে দ্বীনের উপর অবিচল থাকার তাওফীক দিন। আমীন।

والسلام
প্রিন্সিপাল

ক্বারী মাওলানা মোহাম্মাদ আব্দুল আহাদ (দরবেশ) 
দারুল আরক্বাম নূরানী একাডেমি