দারুল আরক্বাম নূরানী একাডেমি
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ! দারুল আরক্বাম নূরানী একাডেমি একটি আদর্শ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমাজে একটি আলোকিত দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। এই প্রতিষ্ঠানে আমরা শিশুদের কুরআন তিলাওয়াত, হাদীস, আরবি ভাষা ও ইসলামী আদর্শের পাশাপাশি প্রাথমিক আধুনিক শিক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো—ছোটবেলা থেকেই দ্বীনি ও দুনিয়াবী শিক্ষার সুন্দর সমন্বয়ে একটি সুশৃঙ্খল, নৈতিকতা-সমৃদ্ধ, জ্ঞাননির্ভর প্রজন্ম গড়ে তোলা।
আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধু তথ্য নয়—এটি চরিত্র গঠনের একটি মাধ্যম। তাই এখানে শুধু বইপুস্তক নয়, শিশুদের আদব, আকলাক, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশের জন্যও আমরা কাজ করে যাচ্ছি। একাডেমির শিক্ষকবৃন্দ নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে ছাত্রদের মধ্যে দীনের আলো ছড়িয়ে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের প্রতি, যাঁদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া এই পথচলা সম্ভব হতো না।
পরিশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীন ও দুনিয়ার আলোর পথিক বানান। আমীন।
والسلام
সভাপতি
দারুল আরক্বাম নূরানী একাডেমি